ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

শিক্ষা

জাবিতে ছাত্রলীগ নেতা কর্তৃক শিক্ষক লাঞ্ছিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
জাবিতে ছাত্রলীগ নেতা কর্তৃক শিক্ষক লাঞ্ছিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মইনুদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে একই বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মামুন খান।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সমাজবিজ্ঞান ভবনের নিচে এই ঘটনা ঘটে।


শিক্ষক লাঞ্ছনার সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে অন্যান্য শিক্ষকরা এসে বিচারের দাবিতে প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেন।

রাত সাড়ে ৮ টায় শৃঙ্খলা কমিটির বৈঠক ডাকা হয়েছে। দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক মো. মুজিবুর রহমান।

এদিকে অভিযোগ অস্বীকার করে মামুন খান বলেন, আমি ক্যাম্পাসের বাইরে আছি। শিক্ষকরা বিষয়টি নিয়ে রাজনীতি করছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, বিভাগের ভেতরে ঘটনাটি ঘটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ব্যবস্থা নেবে সেটাই চূড়ান্ত।

শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদারসহ অন্যান্য শিক্ষকরা শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।