ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ফের স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ফের স্থগিত

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪র্থ বারের মতো স্থগিত করা হয়েছে।   শনিবার (২১ ডিসেম্বর) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।



তবে, এখন পর্যন্ত পরিবর্তিত তারিখ ঘোষণা করা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ বাংলানিউজকে জানান, ভর্তি সংক্রান্ত কমিটি শনিবারের(২১ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার তারিখ ফের স্থগিত করেছে। শনিবার অবরোধ কর্মসূচি থাকায় এ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৬টি বিভাগে এবার প্রায় ৩০ হাজার পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।