ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

শিক্ষা

কোষাধ্যক্ষের অপসারণ দাবিতে ইবি শিক্ষক সমিতির আন্দোলন অব্যাহত

ইবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৩

কুষ্টিয়া: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহজাহান আলীর অপসারণ না করা পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।

বুধবার এক বিবৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাজাহান আলীর অপসারণ ও উপাচার্য ড. এম আলাউদ্দিন অবাঞ্ছিত অবস্থায় প্রক্টরসহ যত পদোন্নতি ও প্রশাসনের রদবদল করেছে তার বাতিলের দাবি জানানো হয়েছে।



তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে জানানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপাচার্য, উপ উপাচার্য ও কোষাধ্যক্ষেকে ক্যাম্পাস থেকে অবাঞ্চিত ঘোষণা করেন শিক্ষক সমিতি। পরে প্রশাসনের এ তিন কর্তাব্যক্তির অপসারণের দাবিতে দীর্ঘ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষক সমিতি।

এর আগে শিক্ষকদের এ আন্দোলরে মুখে প্রথমে উপাচার্য ড. এম আলাউদ্দিন এবং পরে উপ উপাচার্য ড. কামাল উদ্দিনকে অব্যাহতি দিয়েছেন রাষ্ট্রপতি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাজাহান আলী বাংলানিউজকে জানান, “শিক্ষক সমিতির যদি আমাকে নিয়ে সমস্যা থাকে তাহলে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে (উপাচার্য) বলুক, এজন্য তো আর সরকারের প্রয়োজন নেই। ”

তিনি পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমাকে পদত্যাগ করতে হবে। ”

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নিউজরুম এডিটর
শরিফুল ইসলাম জুয়েল/সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।