ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর বোর্ডের সেরা তালিকায় নীলফামারীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২

নীলফামারী: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডের সেরা বিশে স্থান পেয়েছে নীলফামারীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান।

এরমধ্যে বোর্ডের দ্বিতীয় স্থানে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ১২তম স্থানে সৈয়দপুরের ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও ১৬তম স্থানে রয়েছে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়।



বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে নীলফামারী জেলার সেরা দশের তালিকায় রয়েছে সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর ক্যান্টম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ডিমলা বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরের সানফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় এবং নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।