ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির হলগুলোর সিট বরাদ্দের আবেদন আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
রাবির হলগুলোর সিট বরাদ্দের আবেদন আহ্বান রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহে সিট বরাদ্দ চেয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবাসিকতার জন্য যোগ্য শিক্ষার্থীদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আবাসিক হলসমূহে সুষ্ঠু পরিবেশ বজায় রাখাসহ সুশৃঙ্খলভাবে সিট বরাদ্দ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে প্রণীত নীতিমালার আলোকে আবাসিকতা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবাসিকতার জন্য যোগ্য শিক্ষার্থীদের আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিংক https://csc.ru.ac.bd/residency/login।

আর অনলাইনে আবেদন করার সময় হলের নামের সঙ্গে প্রদর্শিত অ্যাকাউন্ট নম্বরে বিবিধ ফরমে ৫০ টাকা অবশ্যই অগ্রণী ব্যাংক পিএলসি, রাবি করপোরেট শাখায় জমা দিতে হবে। আবাসিকতার আবেদনের জন্য বিস্তারিত তথ্যসহ সিট বরাদ্দের নীতিমালা সংশ্লিষ্ট হলসমূহের নোটিশ বোর্ডে ও প্রাধ্যক্ষের কার্যালয়ে দেখা যাবে বলেও জানান রাবি জনসংযোগ প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।