ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

আজকের মধ্যে মেডিকেলের ফল পুনঃপ্রকাশের আল্টিমেটাম

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
আজকের মধ্যে মেডিকেলের ফল পুনঃপ্রকাশের আল্টিমেটাম

ঢাকা: মুক্তিযোদ্ধা কোটাসহ ভর্তি পরীক্ষায় সকল ‘অযৌক্তিক’ কোটা বাতিল করে আজ সোমবারের মধ্যে রোববার প্রকাশিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেলের শিক্ষার্থীরা।  

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এই আল্টিমেটাম দেন।

 

এ সময় তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন।  

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা,মেধা মেধা’,’আবু সাইদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ’,’মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই’,’৪০ পেয়ে চান্স হয়, ৭৩ কেন বাদ হয়’,’আমার সোনার বাংলায়,বৈষম্যের ঠাঁই নাই’ সহ নানা স্লোগান দেন।

সমাবেশে সংহতি প্রকাশ করে প্রফেসর ডা. মেজর (অব) আব্দুল ওহাব বলেন, ‘গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষায় ৪০ বা ৪১ পেয়ে অনেকে চান্স পেয়েছে। অথচ এর দ্বিগুণ নম্বর পেয়েও অনেকে চান্স পায়নি। এটা কি বৈষম্য না? স্বৈরাচারের লোকেরা প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়েছে আর তাদের কুকীর্তির প্রকাশ হলো রোববারের রেজাল্ট। ’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যেহেতু রাজপথে নামতে শিখেছ, সেহেতু রাজপথ থেকেই তোমাকে অধিকার আদায় করে নিতে হবে। এছাড়াও আজকের মধ্যে সকল ধরনের কোটার বিলুপ্তি ও ফলাফল পুনঃপ্রকাশ করতে হবে বলে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।  

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী দোহা বলেন, বৈষম্যের বিরুদ্ধে কোটার সংস্কার চেয়ে একটি সফল আন্দোলনের পরেও মেডিকেল ভর্তি পরীক্ষায় ধরনের বৈষম্যমূলক আচরণের কোনো দরকারই ছিল না। যেখানে পাশ নম্বরই ৪০ সেখানে ৩৭ বা ৩৮ পেয়ে কীভাবে কেউ মেডিকেলে পড়তে পারে। আমরা আজকেত মধ্যে এই বৈষম্যের সমাপ্তি দেখতে চাই।  

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বহাল থাকলেও সেখানে কাট মার্কের চেয়ে এক থেকে দুই মার্কের কম পেলে কোটায় চান্স পেত। কিন্তু এই বছর নাতি-নাতনি কোটায় কাট মার্কের চেয়ে ৩০ থেকে ৩৫ নম্বর কম পেয়েও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। যা আমরা মেনে নিতে পারি না। আমরা মুক্তিযোদ্ধা কোটাসহ সকল ধরনের কোটার বিলুপ্তি চাই। আজকের মধ্যে কোটা বৈষম্য বাতিল করে ফলাফল নতুন করে প্রকাশ করার দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, ২৪ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এখনও দেখতে পাচ্ছি মেডিকেলে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা চালু রয়েছে। অনেকে ৭২ নম্বর পেয়েও চান্স পায়নি অথচ অনেকে ৪০ পেয়েও চান্স পেয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও পোষ্য কোটাসহ অযৌক্তিক কিছু কোটা রয়ে গেছে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে যেন মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃপ্রকাশ করা হয়।  ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে সকল প্রকার অযৌক্তিক কোটা বিলুপ্ত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এফএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।