ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচন ইস্যুতে মধ্যরাতে উত্তাল ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
ডাকসু নির্বাচন ইস্যুতে মধ্যরাতে উত্তাল ঢাবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সভায় একদল শিক্ষার্থী দ্রুত ডাকসু নির্বাচন চায়। তবে ছাত্রদল তাড়াহুড়ো চায় না।

এ নিয়ে মধ্যরাতে উত্তাল ঢাবি।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভায় আওয়ামীপন্থিদের ডাক দেওয়ার প্রতিবাদে শুরুতে শিক্ষার্থীরা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা আওয়ামীপন্থি সিন্ডিকেট সদস্যদের অপসারণ ও দ্রুত ডাকসু নির্বাচন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।  

শিক্ষার্থীদের মিছিলে বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আরবি বিভাগের আবিদ হাসান রাফি, স্যার এ এফ রহমান হলের এ বি জোবায়ের, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোহাম্মদ ইমরান, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

এরপর ছাত্রদলের একদল নেতাকর্মী ঘটনাস্থলে আসেন এবং তাড়াহুড়ো ডাকসু নির্বাচন না দেওয়ার দাবিতে স্লোগান দেন।  

বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদ-উর রহমান মিশু উপাচার্যকে বলেন, ক্যাম্পাসে ছাত্রদল এখনো রাজনীতি শুরুই করতে পারেনি। অস্থিতিশীল এক পরিবেশে বিভিন্নজন বিভিন্ন ব্যানারে রাজনীতি করছে। এমন পরিস্থিতিতে কোনো পক্ষের চাপের মুখে অনির্বাচিত সিন্ডিকেট সদস্যদের সভায় এখনই ডাকসু নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এ সময় একদিকে ছাত্রদলের নেতারা তাড়াহুড়ো ডাকসু নির্বাচন চান বলে স্লোগান দেন। অন্যদিকে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত ডাকসু চেয়ে স্লোগান দেন।  

ঘটনাস্থলে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের সিন্ডিকেটে আওয়ামীপন্থিদের রাখা হয়নি। ইতোমধ্যে নিয়ম মেনে সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থিদের ৫ জনকে বাদ দেওয়া হয়েছে। একজন সেচ্ছায় পদত্যাগ করেছেন। প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতির জন্য সিন্ডিকেট সভা করতে হচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের সহায়তা কামনা করেন তিনি।  

ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভার এজেন্ডাতে ডাকসু সংক্রান্ত কিছু নেই। ডাকসুর বিষয়ে সংশ্লিষ্ট কমিটির দেওয়া তথ্য অনুযায়ী সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবাই একমত না হলে বৃহত্তর অংশের সমর্থন নিয়ে আমরা এগিয়ে যাবো।  

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভা হয়। এতে আওয়ামীপন্থি তিন সদস্য বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) ও আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের সাবেক নেতা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, শিক্ষক সমিতির সভাপতি ও নীল দল নেতা অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং আওয়ামী লীগ নেতা এস এম বাহালুল মজনুন চুন্নু আমন্ত্রণ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।