ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বেসরকারি শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে বদলির ব্যবস্থা করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
বেসরকারি শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে বদলির ব্যবস্থা করা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা পাঠ্যবইয়ের মোড়ক উম্মোচন ও এনসিটিবির ওয়েবসাইট উদ্বোধনকালে বক্তব্য রাখছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: শাকিল আহমেদ 

ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অগ্রাধিকারভিত্তিতে অনলাইনের মাধ্যমে বদলির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (০১ জানুয়ারি) ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন ও এনসিটিবির ওয়েবসাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

এছাড়া শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ, অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটি পদ্ধতিতে পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করেন।  

শিক্ষা উপদেষ্টা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা না থাকায় অনেক দূর দূরান্তে গিয়ে চাকরি করতে হয়। তাদের ভোগান্তি দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলির বিষয়ে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে। এ বছর থেকেই অগ্রাধিকারভিত্তিতে অনলাইনের মাধ্যমে বদলির ব্যবস্থা করা হচ্ছে।  

তিনি বলেন, আমাদের দেশের শিক্ষকরা অবহেলিত। তার মধ্যে বেসরকারি শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের এমপিও’র টাকা পেতে অনেক ভোগান্তি হয়। তারা ইএফটির মাধ্যমে এ মাস থেকেই বেতন পাবে।  

তিনি আরও বলেন, পরিদর্শনের নামে অনেক সময় শিক্ষকদের হয়রানি করে। শিক্ষা মন্ত্রণালয়ের এসব অনিয়ম ও দুর্নীতি দূর করতে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরগুলোতে একটি শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।  

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি, এনসিটিবির চেয়ারম্যান ড. এ কে এম রিয়াজুল হাসান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।