ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জবির শিক্ষার্থীবাহী বাসে হামলায় ছাত্রদলের প্রতিবাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
জবির শিক্ষার্থীবাহী বাসে হামলায় ছাত্রদলের প্রতিবাদ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গাড়িতে, গাড়ির চালক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।

সোমবার (৩০ ডিসেম্বর) আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (২৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্কা-৪ বাসে শিক্ষার্থীদের ওপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীরা সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হয়। শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে গিয়ে বাসচালক জগদীশ গুরুতর আহত হন। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন।

বিজ্ঞপ্তিতে তারা উক্ত ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত, গত রোববার মহাখালী বাস টার্মিনালে একতা পরিবহনের হেলপার ও চালকদের হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী উল্কা-৪ বাস। এতে বাসের চালক জগদীশসহ অন্তত সাতজন শিক্ষার্থী আহত হন। জবির বাসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে একতা পরিবহন মালিক কর্তৃপক্ষ। হামলায় ক্ষয়ক্ষতিতে গাড়ি মেরামত বাবদ ১২ হাজার ৯০০ টাকা, আহত চালকের চিকিৎসা বাবদ ১ লাখ টাকা, হেলপার ও শিক্ষার্থীদের চিকিৎসায় ৩০ হাজার টাকা ও এ ঘটনায় আরও ২০ হাজার টাকা জরিমানা দেবে বলে জানায় একতা পরিবহন মালিক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।