ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে নন-ফিকশন বইমেলা শুরু শনিবার

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
ঢাবিতে নন-ফিকশন বইমেলা শুরু শনিবার

ঢাকা: জাতীয় দৈনিক বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ উদ্যোগে অষ্টম নন-ফিকশন বইমেলা আগামী শনিবার (২৮ ডিসেম্বর) শুরু হবে। মেলাটি সোমবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম।

লিখিত বক্তব্যে তিনি জানান, শনিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এবং বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক।  

এছাড়া গত বছরের মতো এ বছরও ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ প্রদান করবে বইমেলা কতৃপক্ষ। মেলার শেষদিন এ সম্মাননা দেওয়া হবে। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বদরুল আলম বলেন, নন-ফিকশন বইমেলা আয়োজনের অন্যতম লক্ষ্য শিক্ষার্থী ও পাঠকদের মধ্যে ব্যবসা, অর্থনীতিসহ গবেষণাধর্মী নন-ফিকশন বইয়ের পরিচিতি বৃদ্ধি এবং এ ধরনের বই পড়ায় তাদের আগ্রহী করে তোলা। নন-ফিকশন বইমেলা ইতোমধ্যেই শিক্ষার্থী ও পাঠকমহলে সমাদৃত হয়েছে।

এ বছর ৩৯ টি প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। মেলায় বই বিক্রি হবে ২৫ শতাংশ ছাড়ে।

এ বছর অংশ নেওয়া প্রকাশনীগুলো হলো-অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, অ্যাডর্ন পাবলিকেশন, আগামী প্রকাশনী, আহমদ পাবলিশিং হাউস, আলোঘর প্রকাশনা, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লি., ঐতিহ্য, কথাপ্রকাশ, কাকলী প্রকাশনী, কোয়ান্টাম, গ্রন্থিক প্রকাশন, জাগৃতি প্রকাশনী, জাতীয় সাহিত্য প্রকাশ, জয়তী, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, দিব্যপ্রকাশ, দ্য প্রকাশন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি., পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, বাতিঘর, বাঙ্গালা গবেষণা, বেঙ্গলবুকস, মাওলা ব্রাদার্স, রকমারি, সংহতি প্রকাশন, সময় প্রকাশন, সাহিত্য প্রকাশ, সুবর্ণ, স্বরে অ ও হাওলাদার প্রকাশনী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ও বণিক বার্তার যুগ্ম বার্তা সম্পাদক মো. সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।