ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

স্টেডিয়ামের ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
স্টেডিয়ামের ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ।

খুলনা: খুলনা জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা।  

রোববার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের কার্যালয়স্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ।

তিনি বলেন, শনিবার (২৩ নভেম্বর) জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ চলাকালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় এবং গায়ে হাত তোলে। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। এমনকি তারা নারী শিক্ষার্থীদের গায়েও হাত তোলে। আহত শিক্ষার্থীরা এখন পর্যন্ত সুস্থ হয়নি। ওই সময়টাতে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের সাথেও খারাপ আচরণ করে। এ ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকে খুবির শিক্ষার্থীদের ফোন করেন তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্নভাবে হুমকি দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন মাধ্যমে বাজে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নর্থ ওয়েস্টার্নের শিক্ষার্থীরা আমাকে এবং আজীম ইসলাম জীমকে বিতর্কিত করার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন। যেহেতু আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি। তাই তারা বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করার জন্য আমাদের টার্গেট করেছেন। আমরা খবর পেয়েছি, শনিবার রাতে তারা তেঁতুলতলা মোড়ে অবস্থান করে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর সাথে খারাপ আচরণ করলে বা হুমকি দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো এবং যারা এর পেছনে ইন্ধন দিচ্ছেন, প্রমাণ হাতে পেলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী রাতুল হাসান।  

এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুবায়ের, ইশরাত মুহাল্লিন, তাহমিদ আলভী, সানজিদা ইসলাম, হাসানুজ্জামান রনি, জিহাদ হাওলাদার, আসিফ খান এবং রাহুল কুমার সরকার।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা,  নভেম্বর  ২৪,  ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।