ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভালো সরকার গঠনের পরিবেশ তৈরির কাজ চলছে: উপদেষ্টা ফরিদা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ভালো সরকার গঠনের পরিবেশ তৈরির কাজ চলছে: উপদেষ্টা ফরিদা

ব্রাহ্মণবাড়িয়া: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে গঠিত একটি সরকার। এটি নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না।

আমাদের কিছু দায়িত্ব আছে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যেন একটা ভালো সরকার গঠন করতে পারেন, সেই রকম একটা পরিবেশ তৈরি করার মতো কিছু সংস্কারের কাজ আমাদের করতে হবে।  

আমরা নিজেদের ইচ্ছে মতো কিছু করছি না। একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায় এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়- সেই চেষ্টাই করছি, যোগ করেন উপদেষ্টা।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞানমেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।  

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলা হচ্ছে।

মৎস্য উপদেষ্টা বলেন, সংস্কার দেরিতে হওয়ার কোনো কারণ নেই, প্রয়োজনীয় সময়টুকুই নেওয়া হবে। এ প্রয়োজনীয় সময়টুকুকে কেউ যদি বিলম্ব মনে করে, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা (অন্তর্বর্তী সরকার) প্রয়োজনীয় সময়ের একদিনও বেশি থাকতে চাই না। ডিসেম্বরটা পার হতে দেন, কারণ অনেকগুলো সংস্কারের রিপোর্ট আসবে। যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তাদের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ধাপটা বুঝতে পারব।

এ সংস্কারের থাকার একমাত্র কারণ হলো জুলাই বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে- এটি যেন আগের অবস্থায় ফিরে না যায়। আগের যে অনাচার ছিল, অত্যাচার-দুর্নীতি ছিল, সেগুলো যেন আমরা কিছুটা হলেও ঠিক করে যেতে পারি। আমরা নিশ্চয় পুরোপুরি ঠিক করতে পারব না। কিন্তু যদি সঠিকভাবে নির্বাচিত সরকার আসতে পারে, জনআকাঙ্ক্ষা পূর্ণ করার মতো, তাহলে অবশ্যই হবে, যোগ করেন উপদেষ্টা।  

এআরডির প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান রেজভীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও এআইইউবির অধ্যাপক তৌফিকুল ইসলামসহ অনেকে।

এর আগে মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে ৩০টি স্টল দেওয়া হয়। এতে নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।