ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ চেয়ে ঢাবিতে মিছিল, ছাত্রসংসদ চালুর দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ চেয়ে ঢাবিতে মিছিল, ছাত্রসংসদ চালুর দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে মিছিল করেছেন একদল শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও আবাসিক এরিয়ায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দ্রুত হল সংসদ চালুর দাবি জানিয়েছেন তারা।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জড়ো হয়ে রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, তাহমীদ আল মুদ্দাসির, হাসিব আল ইসলাম, হামযা মাহবুবসহ প্রমুখ।  

আব্দুল কাদের বলেন, আমরা ৭ দফায় বলেছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি থাকবে না। ছাত্ররাজনীতি হবে ছাত্রদের জন্য। কিন্তু লেজুড়বৃত্তিক দলের নেতৃত্ব নির্বাচন করে তার মূল দল; ছাত্ররা নয়।  

তিনি বলেন, আবাসিক হলে রাজনীতির কথা শুনলেই শিক্ষার্থীদের মানসপটে দখলদারিত্ব, ভাইকে প্রটোকল দেওয়া, সকাল-বিকেল প্রোগ্রামে যাওয়ার কথা ভেসে ওঠে। আবরার ফাহাদ, আবু বকরের কথা ভেসে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ শিক্ষার্থী অসচ্ছল পরিবার থেকে উঠে আসে। অথচ একটি সিটের জন্য তাকে রাত-দিন রাজনৈতিক দলের পেছনে থাকতে হয়।  

অ্যাকাডেমিক এরিয়া ও আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, রাজনীতির বিষয়ে প্রশাসন এখনো নির্বিকার ও নির্লিপ্ত ভূমিকা পালন করছে। কিন্তু আমাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হল ও অ্যাকাডেমিক এরিয়ায় কোনো ছাত্ররাজনীতি থাকবে না। হলে কোনো সাংগঠনিক কাঠামো থাকবে না।  

তবে বৈধ ছাত্র সংগঠনের সঙ্গে জড়িতদের হলের সব সুযোগ-সুবিধা প্রশাসনকে নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

ছাত্ররাজনীতির বিষয়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে সিন্ডিকেটের মাধ্যমে রাজনীতির সুরাহা করতে পারে। প্রশাসন থেকে এ বিষয়ে একটি কমিশন গঠন করা হবে। সে কমিশন ঠিক করবে, রাজনৈতিক দলগুলো কী করতে পারবে, কী করতে পারবে না। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইলের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে রাজনীতি নিষিদ্ধের বিষয়ে গণভোট হতে পারে।  

আবু বাকের মজুমদার বলেন, এই গণঅভ্যুত্থানে দুই হাজারের বেশি শহীদ হয়েছে। ৩০ হাজারের বেশি আহত হয়েছে। অথচ জুলাই অভ্যুত্থানের তিন মাস পার হলেও আমরা ৯ দফার অন্তর্ভুক্ত দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করতে পারিনি।  

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৮ বছর পর একবার ডাকসু দেখলেও গত ৬ বছরে তা আর হয়নি। দ্রুত ডাকসু নির্বাচন দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এখনো অনেক অছাত্র বসবাস করছে। প্রশাসনের মাধ্যমে দ্রুত তাদের বের করে দেওয়ার আহ্বানও জানান তিনি।

তাহমীদ আল মুদ্দাসির বলেন, আমরা অন্যান্য বিষয়ের মতো ছাত্ররাজনীতিরও সংস্কার চাই। আমরা কোনো দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না। ছাত্ররাজনীতি ক্যাম্পাসে থাকবে, তবে অ্যাকাডেমিক ভবন ও হলে রাজনীতি থাকবে না।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এফএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।