ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করলো ছাত্রদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
জবি ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করলো ছাত্রদল

জবি: পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের নানা স্থানে ডাস্টবিন স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ডাস্টবিন স্থাপন করা হয়।

এ কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নির্ঝর জানান, এমন উদ্যোগ আমাদের ক্যাম্পাসের পরিবেশকে আরও পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল জানান, ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের জন্য আমাদের এই উদ্যোগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানো এবং পরিবেশ দূষণরোধে এ পদক্ষেপ।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে। এছাড়া ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলোতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ক্লিন-আপ ক্যাম্পেইন আয়োজন করার পরিকল্পনা করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।