ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভিসি নিয়োগ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি চাঁবিপ্রবি শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ভিসি নিয়োগ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি চাঁবিপ্রবি শিক্ষার্থীদের

চাঁদপুর: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ও রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।  

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।

এ সময় আগামী ৩ কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান।

লিখিত বক্তব্যে জানানো হয়, ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য ড. নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির প্রায় ২৮ দিন পেরিয়ে গেলেও এখনো ভিসি নিয়োগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক, প্রশাসনিক ও ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এতদিন ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা এখন ক্লাস কার্যক্রমে ফিরতে চায়।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় নতুন ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে ওইসব শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মধ্যে আছে। যতদ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হোক। আর যদি তা না করা হয়, আগামী ৩ কার্যদিবসের মধ্যে কোনো ফলাফল না পেলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. নাজমুল হাসান (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), তাহমিদ (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং), মো. নেহাল(আইসিটি), মাহমুদুল হাসান (আইসিটি), ফ্যালকন সৌরভ (আইসিটি), নাফিউল(আইসিটি) ও আহসান হাবীব (বিবিএ)।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।