ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ৭ কলেজ, আলাদা রেজিস্ট্রার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ৭ কলেজ, আলাদা রেজিস্ট্রার

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের প্রশাসনিক স্থবিরতা দূর করতে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি ব্যবস্থা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এই সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবে।

তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় আলাদা রেজিস্ট্রার, কর্মকর্তা ও কর্মচারী থাকবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাত কলেজ নিয়ে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন।

এ বিষয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস-সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটি জায়গা ঠিক করা হবে, যেখানে সাত কলেজের প্রশাসনিক কাজকর্মগুলো করা যায়।

তিনি বলেন, তাদের বিষয়টি আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্ট্রারসহ সুনির্দিষ্ট কর্মকর্তা–কর্মচারী থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে কথা বলেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সংগঠক আব্দুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।  

তিনি আরও বলেন, আমাদের কেবল প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। উপদেষ্টা আমাদের একটি পথ দেখাতে চেয়েছেন। তিনি বলেছেন, তোমরা এ পথে আসতে পারো, আসলে এরকম হবে। এ বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।

এদিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাত কলেজের জন্য কোনো প্রশাসনিক ভবন হবে না, হতে দেব না!

২০১৭ সালে রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। অধিভুক্ত সাতটি সরকারি কলেজের সিলেবাস প্রণয়ন, ভর্তি কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি নির্ধারণ, সনদ প্রদানসহ যাবতীয় একাডেমিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, অধিভুক্তির ফলে গত কয়েক বছরে নানা সংকটের কারণে সুফলের বদলে বারবার ভোগান্তির শিকার হয়েছেন তারা। তাই কয়েকদিন থেকে সাত কলেজ নিয়ে স্বতন্ত্র প্ল্যাটফর্মের দাবিতে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন।

এর আগেও একাধিকবার বিভিন্ন মহল থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার আন্দোলন হয়। তবে সেসব আন্দোলনে কোনো সমাধান হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাত সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুরের সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।