ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেষ হলো আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
শেষ হলো আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা

ঢাকা: আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার বাফওয়া মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

এতে বলা হয়, বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার এয়ার অধিনায়ক ও বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার পরিচালনা পরিষদের সভাপতি এয়ার কমডোর মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের অভিনন্দন জানান এবং তাদের পুরস্কৃত করেন।

এ বছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর, কুইজ এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম,  গণিত (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর, গণিত (উচ্চ-মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর, বিজ্ঞান (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, বিজ্ঞান (উচ্চ- মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, স্পেলিং (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং স্পেলিং (উচ্চ-মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা এবং রানার আপ হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর।  

প্রধান অতিথি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও মেডেল প্রদান করেন।

এ প্রতিযোগিতা গত ২২ সেপ্টেম্বর শুরু হয়েছিল।  

অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাহীন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।