ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাকরিপ্রত্যাশীদের ঘোষণা

বয়সসীমা পঁয়ত্রিশের কম করলে আন্দোলন চলবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
বয়সসীমা পঁয়ত্রিশের কম করলে আন্দোলন চলবে

ঢাকা: চাকরিতে আবেদনের বয়সসীমা পরিবর্তন করে ৩৫ বছরের কম নির্ধারণ করলে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত চাকরি প্রত্যাশীরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রাসেল আল মাহমুদ নামে এক চাকরিপ্রত্যাশী বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আমাদের এ আন্দোলন চলমান। আমরা এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো লিখিত আদেশ পাইনি। ফলে ৩০ সেপ্টেম্বর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছি। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার ৩০ সেপ্টেম্বরের আগে আমাদের দাবি মেনে নেবেন।

তিনি আরও বলেন, বয়সসীমা যেন পরিবর্তন করে ৩৫ বছরের নিচে নির্ধারণ করা হয়। ৩৫ বছরের একদিন নিচে হলেও আন্দোলন চলবে।

এ বিষয়ে সরকারকে কোনো আল্টিমেটাম দিতে চান না আরেক আন্দোলনকারী মোশাররফ পাঠান।

তিনি বলেন, আমরা জনদুর্ভোগ চাই না। সরকার দাবি মেনে নিলে আমরা পড়ার টেবিলে ফিরে যাবো।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪ 
এফএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।