ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রলীগের নির্যাতনের ইতিহাস সংরক্ষণে ছাত্রদলের দুই সেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
ছাত্রলীগের নির্যাতনের ইতিহাস সংরক্ষণে ছাত্রদলের দুই সেল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিগত ১৫ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলসহ ভিন্নমতাবলম্বী ও সাধারণ শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের নির্যাতনের ঘটনাবলির ইতিহাস সংরক্ষণ এবং ন্যয়বিচার নিশ্চিত করতে দুটি আলাদা সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাদী ছাত্রদল।

বুধবার (১১ সেপ্টেম্বর) ‘শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেল’ নামে ৭ সদস্যের এবং এবং ‘আইনি সহায়তা সেল’ নামে ৬ সদস্যের দুটি তালিকা দিয়েছে সংগঠনটি।

সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেলে রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, এ বি এম ইজাজুল কবির রুয়েল, মনজুরুল আলম রিয়াদ, খোরশেদ আলম সোহেল, আরিফুল ইসলাম, গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপন।

আইনি সহায়তা সেলে রয়েছেন মো. সাজ্জাদ হোসেন সবুজ, এইচ এম জাহিদুল ইসলাম, মো. আল আমিন, মো. রফিকুল ইসলাম, হিমেল মল্লিক, ওয়াসি উদ্দিন তামী ও এস এম সাইফ কাদের রুবাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অবৈধ কর্তৃত্ববাদী শাসন প্রলম্বিত করার লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল ও অন্যান্য বিরোধী মতের সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর আদিম যুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে আইন ও মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে। একইসাথে পতিত ফ্যাসিবাদী এই শক্তি বাংলাদেশের বিচারব্যবস্থাকে চরমভাবে দলীয়করণ করে এইসব ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়াকেও এগিয়ে নিতে দেয়নি।

তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেইসকল শিক্ষার্থী নির্যাতনের ঘটনাবলীর বিষয়ে ন্যায়বিচার ও সত্য ইতিহাস সংরক্ষণের তাগিদে একটি শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেল এবং একটি আইনি সহায়তা সেল গঠন করেছে ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই দুটি সেলের সদস্যরা ফ্যাসিবাদী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিরোধী মত ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের তথ্য-প্রমাণ সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে। এই বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীদের কাছেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহযোগিতা প্রত্যাশা করছে।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, ২০০৮ সাল থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ছাত্রদল ও ভিন্নমতাবলম্বীদের ওপর হামলা করেছে। তবে আমরা এগুলোর কোনো আইনি সহায়তা নিতে পারিনি। ফলে আমরা ছাত্রদল ও অন্যান্য নির্যাতিতদের তথ্য সংগ্রহ করব। সেক্ষেত্রে কেউ স্ব-উদ্যোগে আমাদের কাছে তথ্য-প্রমাণ সরবরাহ করতে পারে। আমাদের সেল থেকেও সাবেক নির্যাতিতদের তথ্য সংগ্রহ করা হবে।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।