ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি ছাত্রীর ‘শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগ তদন্তে কমিটি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুন ৯, ২০২৪
শাবিপ্রবি ছাত্রীর ‘শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগ তদন্তে কমিটি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি): বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক ছাত্রীর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি অধিকতর তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের এক ছাত্রীর বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, অভিযুক্ত তিনি হলে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ঘুমের বড়ি খাওয়ার ভান করেছিলেন। পরে চিকিৎসক জানিয়েছেন, তিনি কোনো ঘুমের ওষুধ খাননি। এছাড়া তার বিরুদ্ধে প্রভোস্টের সঙ্গে অসদাচরণসহ আরও অনেক অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত সাপেক্ষে হল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

জানা গেছে, গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের এ ব্লকের ১০৭ নম্বর কক্ষে রাজিয়া পারভীন নামে এক শিক্ষার্থী ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা চেষ্টা করের, এমন অভিযোগ ওঠে। পরে ঘটনাটি অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়।

পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান। সদস্য হিসেবে রয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. নিলুফা আক্তার, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কানিজ ফাতেমা ফেরদৌসী, শাহপরাণ হলের প্রভোস্ট কৌশিক সাহা, সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুন ৯, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।