ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মনিপুর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫ দশমিক ৪৮ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ১২, ২০২৪
মনিপুর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫ দশমিক ৪৮ শতাংশ

ঢাকা: রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় তিন হাজার ৫৮৭ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৯৫ দশমিক ৪৮ শতাংশ।

রোববার (১২ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এসব তথ্য জানায় স্কুল কর্তৃপক্ষ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিন হাজার ৭৫৭ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে তিন হাজার ৫৮৭ শিক্ষার্থী। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ১৭০ জন। মোট পাসের হার ৯৫ দশমিক ৪৮ শতাংশ।

স্কুলটি থেকে বিজ্ঞান বিভাগে তিন হাজার ২১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে তিন হাজার ৯৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। অকৃতকার্য ১২২ জন। এ বিভাগে মোট পাসের হার ৯৬ দশমিক ২১ শতাংশ। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৫৪১ জন। তাদের মধ্যে পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৪৯৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৪৮ জন। এ বিভাগে পাসের হার ৯১ দশমকি ১৩ শতাংশ।

এ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গত বছর (২০২৩ সালে) পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।