ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে এসইউডিএস’র সভাপতি অন্তিক, সম্পাদক পৌষি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
শাবিপ্রবিতে এসইউডিএস’র সভাপতি অন্তিক, সম্পাদক পৌষি অন্তিক চৌধুরী ও মানতাকা পৌষি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্ক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (এসইউডিএস) ২৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তিক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মানতাকা পৌষি মনোনীত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) রাতে সংগঠন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।  

কমিটি ঘোষণাকালে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন, গণিত বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সামিউল ইসলাম, ২১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি নাহিদ হাসান নাইম, ২২তম কার্যনির্বাহী কমিটির সভাপতি মোমতাহিন চৌধুরী উপস্থিত ছিলেন।


কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) রুধবা জাহান ফিজা, সহ-সভাপতি (বিতর্ক) দীপ্ত দেব, কোষাধ্যক্ষ নুসরাত জাহান ওহী, সহ-কোষাধ্যক্ষ তাসফিয়া জামান অহনা, যুগ্ম সম্পাদক মাহফুজা রহমান রূপা, বাংলা বিতর্ক সমন্বয়ক আবদুল্লাহ আল সামিন, সহ-বাংলা বিতর্ক সমন্বয়ক মো. শফিকুর রহমান, ইংরেজি বিতর্ক সমন্বয়ক মোহতাসিম পারভীন শ্রাবণী, সহ-ইংরেজি বিতর্ক সমন্বয়ক মোহতাসিম ফিরদৌস মাহিন, সাংগঠনিক সম্পাদক সাফওয়াত আদিবা, সহ-সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন, অঙ চো সিং, কর্মশালা ও পাঠচক্র সম্পাদক আবু সাঈদ শাওন, সহ-কর্মশালা ও পাঠচক্র সম্পাদক দিলশাদ আনজুম।

দপ্তর সম্পাদক ফারজানা আক্তার নিশাত, তাহসিন রহমান রিতু, সহ-দপ্তর সম্পাদক সুমাইয়া তোহফা আফিন্দি, প্রকাশনা সম্পাদক রাজমিন আক্তার মিম, সৈয়দা সানজানা তাসনিম প্রিয়া, সহ-প্রকাশনা সম্পাদক নাজিফা তাসনিম নাজাহ, প্রচার সম্পাদক খাদিজা সুলতানা, খন্দকার মো. সিয়াম, সহ-প্রচার সম্পাদক মাফরুহা আলম মুন, ইভেন্ট ও লজিস্টিক সম্পাদক মেহেদী হাসান মোত্তাকিন, অনিক সরকার, সহ-ইভেন্ট ও লজিস্টিক সম্পাদক মাহমুদুল হাসান মান্না, সাজিদ হাসান এবং কার্যনির্বাহী সদস্য আরিক আহবাব।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।