ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

রাবি ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
রাবি ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।  

চার শিফটে ৬৪ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ হাজার ৫৯১ জন।

ফলে গড় কৃতকার্যের হার ৩৮.৭৬ শতাংশ।  

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে জানান, এ ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হয়। এতে প্রথম শিফটে ১৭ হাজার ১২১ জন উপস্থিতির মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী, দ্বিতীয় শিফটে ১৭ হাজার ১৩৫ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬৮০ জন, তৃতীয় শিফটে ১৭ হাজার ১৫৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ৮১৬ জন ও চতুর্থ শিফটে ১৭ হাজার ১৯৪ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।  

ভর্তি সংক্রান্ত রাবির https://application.ru.ac.bd এই ওয়েব সাইটে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। এজন্য ভর্তি পরীক্ষার রোল ছাড়াও এসএসসি ও এইচএসসির রোল নম্বর প্রয়োজন হবে।  
প্রকাশিত ফলাফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে তা সংশোধন করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক।

গত ৬ মার্চ রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এতে ন্যূনতম পাস নম্বর ৪০।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এসএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।