ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
বশেফমুবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ 

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান হয়েছে।  

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত মঞ্চে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।  

বিশ্ববিদ্যালয় চত্বরে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মেধার সর্বোচ্চ স্বাক্ষরের পরিচয় দিয়ে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। তোমরা নতুন স্বপ্ন দেখবে, তা বাস্তবায়ন করবে-শিক্ষকরা তোমাদের সেভাবে দিক-নির্দেশনা দেবেন।  

জ্ঞানের সব শাখাতেই তোমাদের বিচরণ থাকতে হবে। শিক্ষার কোনো মুহূর্তই যেন তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। বিশ্ববিদ্যালয়ে নানা পথ ও মত রয়েছে। সেগুলো থেকে তোমাদের ভালো পথ বেছে নিয়ে এগোতে হবে। তোমরা এমন শিক্ষা নিয়ে বেড়িয়ে যাবে, যাতে এ বিশ্ববিদ্যালয় ও দেশের মুখ উজ্জ্বল হয়, জাতির কল্যাণে কাজে লাগে, যোগ করেন উপাচার্য।  

এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

নবীনবরণ উদ্যাপন কমিটির সভাপতি ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, ব্যস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী, নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মৌসুমী আক্তার, ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী বিশেষ অতিথির বক্তব্য দেন।  

এছাড়া নবীনবরণ উদ্যাপন কমিটির সদস্য সচিব ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ, ইয়াসিন আরাফাত সৌরভসহ অনেকে বক্তব্য দেন।  

নবীন শিক্ষার্থীদের মধ্যে ফিশারিজ বিভাগের মির্জা শাহরিন সাবা ও গণিত বিভাগের মিরাজ হোসেন তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।