ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতালের দিন ঢাবির সমাবর্তন চলবে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
হরতালের দিন ঢাবির সমাবর্তন চলবে

ঢাকা: বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল রোববার (২৯ অক্টোবর) হরতাল ডেকেছে।  

হরতাল থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন নির্ধারিত সময়ে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

 

উপাচার্য বলেন, হরতাল থাকলেও আমরা নির্ধারিত সময়েই সমাবর্তন অনুষ্ঠান শুরু করব। শিক্ষার্থীদের শঙ্কিত হওয়ার কিছু নেই।  

সমাবর্তনের দিন ক্লাস ও পরীক্ষা না থাকায় বিভিন্ন রুটে বাসের ট্রিপ সংখ্যা কমানো হয়েছে।  

উপাচার্য আখতারুজ্জামান বলেন, আগামী কালকের সমাবর্তন সফল করতে আমরা সব রাজনৈতিক দলের সহানুভূতি ও সহযোগিতা প্রত্যাশা করছি। এই মহৎ উদ্যোগের সবাই অংশীদার এবং সবার মর্যাদা জড়িত।  

তিনি আরও বলেন, রোববার আমাদের গণপরিবহনগুলো থাকবে। কোনো হরতাল-অবরোধে আমাদের পরীক্ষা কার্যক্রম বন্ধ হয় না। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মান করে, তাদের কাজে সহযোগিতা করে।  

উপাচার্য বলেন, গত দশ বছরে কখনোই আমাদের পরীক্ষা কার্যক্রম বন্ধ করতে হয়নি। আমরা প্রত্যাশা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সুন্দর আয়োজনে সব রাজনৈতিক দল পাশে থাকবে এবং একইসঙ্গে শিক্ষার্থীরাও অংশ নেবে।  

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।