ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির কেন্দ্রীয় মন্দিরে চুরি 

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
জাবির কেন্দ্রীয় মন্দিরে চুরি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মন্দিরে তালা ভেঙে  প্রণামি বাক্স এবং পূজার সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় প্রার্থনা করতে গেলে বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে।

জানা যায়, প্রসাদ রান্নার কাজে ব্যবহৃত স্টিলের দুটো বালতি, পিতলের থালা-গ্লাসসহ পূজার সরঞ্জামাদি (কাসার পাত্র, চামচ), মন্দির প্রাঙ্গণের হ্যালোজেন লাইট, প্রণামি বাক্স, সাউন্ড বক্স, ব্যাগ-পত্র চুরি হয়।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি তমাল কান্তি রায় বলেন, মন্দিরে জন্মাষ্টমীর কাজ করতে গিয়ে আমরা ঘটনাটি দেখতে পাই। এমন ঘটনা দুঃখজনক।  এর আগে দুর্বৃত্তরা এরকম ঘটনা ঘটিয়েছে। আমরা মন্দিরের নিরাপত্তার জোর দাবি জানাই।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ঘটনাটি আমি শুনেছি। নিরাপত্তা শাখায় জানিয়েছি, নিরাপত্তার পাশাপাশি দ্রুত এই ঘটনার তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।