ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৪০৭ পরীক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
সিলেট বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৪০৭ পরীক্ষার্থী

সিলেট: বাংলা আবশ্যিক প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এ দিন সিলেট শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৪০৭ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই বোর্ডের অধীনে ৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এই বোর্ডে কেউ বহিষ্কার হয়নি।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিলেট বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৪৮৯ জন। উপস্থিত ছিল ৭৬ হাজার ৮২ জন। এরমধ্যে সিলেটে ১৬৮ জন, হবিগঞ্জে ৮৪ জন, মৌলভীবাজারে ৭৩ জন ও সুনামগঞ্জে ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এই বোর্ডের অধীনে সিলেট জেলায় ৩৩টি, হবিগঞ্জ জেলায় ১৮টি, মৌলভীবাজার জেলায় ১৪টি ও সুনামগঞ্জ জেলায় ২১টি কেন্দ্র রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।