ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০ ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৮০ জন পরীক্ষার্থী।

এছাড়া বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলার সরকারি সোহরাওয়াার্দী কলেজে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় মোট ৬৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬২ জন, বরগুনায় ৩২ জন, পটুয়াখালীতে ৮০ জন, পিরোজপুরে ৩২ জন, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ১৩০ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, পূর্ণাঙ্গ ১০০ নম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।