ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ভর্তি ফি এক বছরে বেড়েছে ২ হাজার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
শাবিপ্রবিতে ভর্তি ফি এক বছরে বেড়েছে ২ হাজার

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৫০টাকা। যা ২০২১-২২ সেশনে ছিল ১৫ হাজার টাকা।

ফলে এ সেশনে ভর্তি ফি বাড়ছে ২ হাজার ২৫০ টাকা।  

সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০ টাকা। পরের বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের আওতায় প্রাথমিক ভর্তি ফি নেওয়া হয় ৫ হাজার টাকা এবং চূড়ান্ত ভর্তিতে নেওয়া হয় ১০ হাজার টাকা। ফলে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা ভর্তি ফি দিতে হয়েছিল।  

তবে এবার প্রাথমিক ভর্তিতে ৫ হাজার, চূড়ান্ত ভর্তিতে ১২ হাজার ২৫০টাকাসহ সর্বমোট ১৭ হাজার ২৫০টাকা দিতে হবে শিক্ষার্থীদের। ফলে এক বছরে ভর্তি ফি বেড়েছে ২ হাজার ২৫০টাকা।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।