ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেইউডিএস’র নতুন সভাপতি রিশাদ, সম্পাদক সৌরভ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
জেইউডিএস’র নতুন সভাপতি রিশাদ, সম্পাদক সৌরভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মীর হাসিবুল হাসান রিশাদকে সভাপতি ও ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. সামস আরেফিন সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সংগঠনটির নতুন সভাপতি মীর হাসিবুল হাসান রিশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে অন্যরা হলেন- যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওবাইদুল্লাহ ও ফারহা মেহজাবিন, সাংগঠনিক সম্পাদক শোয়েব ইউলাদ ও খন্দকার জুবায়ের জাহির আবেশ এবং কোষাধ্যক্ষ পদে শায়লা আফরিন মনিকা।  

নতুন সভাপতি মীর হাসিবুল হাসান রিশাদ বলেন, এ ঐতিহ্যবাহী ক্লাবের সভাপতির দায়িত্ব পালন যতটা আনন্দের, তার চেয়ে বেশি দায়িত্ববোধের। যারা আমাদের ওপর ভরসা রেখেছেন তাদের ধন্যবাদ জানাই্ প্রজন্ম থেকে প্রজন্ম জেইউডিএস’র যে শ্রেষ্ঠত্ব, তা ধরে রাখতে চাই।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।