ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষার ফলাফল

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫.৪৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫.৪৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। এতে বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী।

 

শুক্রবার (২৮ জুলাই) সকালে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  

বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ২২ হাজার ৮৭২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫ হাজার ৪৭ জন। ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, মানবিক বিভাগে ৭৯ দশমিক ৫৫ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৮৮ শতাংশ 

গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। ২০২২ সালে পাসের হার ছিল ৮৯.০২ শতাংশ আর এবার ৮৫.৪৯ শতাংশ। অন্যদিকে গত বছর ১৫ হাজার ২১৬ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৭৭ জন।

এগিয়ে মেয়েরা:
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫২ হাজার ৫৮৯ জন, পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ। পাস করা ছাত্রীর সংখ্যা ৫২ হাজার ৪৫৮ জন, পাসের হার ৮৬ দশমিক ৬৫ শতাংশ। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ হাজার ২৪ জন এবং ছাত্রীর সংখ্যা ৭ হাজার ১৫৩ জন।  

পাসের হারে এগিয়ে জামালপুর জেলা:
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে জামালপুর জেলা। এ জেলার পাসের হার ৮৬ দশমিক ৯৮ শতাংশ। এছাড়াও শেরপুর জেলায় ৮৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ দশমিক ৬০ এবং নেত্রকোণা জেলায় পাসের হার ৮৩ দশমিক ০৮ শতাংশ।  

চার জেলার মোট ১ হাজার ৩০৬ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২২ হাজার ৮৭২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান একটিও নেই।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।