ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে ‘ভোলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে ‘ভোলা’

ভোলা: টানা দ্বিতীয়বারের মত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ফলাফলে বরিশাল বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে ভোলা জেলা। জেলায় এবার পাসের হার ৯১.০৪।

 

শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলার ২১৬টি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৪ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী।  এদের মধ্যে পাস করেছে ১৩ হাজার ২৪৭ জন। যাদের মধ্যে ছাত্র ৬ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ হাজার ৩৬০ জন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার মেয়েদের তুল ছেলেরা কিছুটা এগিয়ে রয়েছে।

এদিকে, বরিশাল বিভাগে সেরা হয়েছে ভোলা জেলা। এ জেলায় এবার শতভাগ পাস করেছে ৪৩টি স্কুল। শহরের স্কুলগুলোর মত গ্রামের স্কুলগুলোও এবার ভালো ফল অর্জন করেছে।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, বিভাগে এবার মোট জিপিও-৫ পেয়েছে ৬ হাজার ৩১১ জন।  

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর প্রচেষ্টায় এ সফলতা অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে স্কুলের এমন সফলতায় শিক্ষক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।