ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ঈদের তিন জামাত

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
জাবিতে ঈদের তিন জামাত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: আগামী ২৯ জুন দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঈদুল আজহার নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

রোববার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রহিমা কানিজ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র ঈদুল আজহার নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মসজিদে, সকাল পৌনে ৮টায় কেন্দ্রীয় জামে মসজিদে ও সকাল ৮ টায় বিশমাইল স্টাফ কোয়ার্টার জামে মসজিদে ইদের জামাত অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।