ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রক্সি পরীক্ষা দিতে এসে রাবি শিক্ষার্থী আটক!

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
জাবিতে প্রক্সি পরীক্ষা দিতে এসে রাবি শিক্ষার্থী আটক!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সোহেল রানা নামের একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর রুমে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ৪র্থ শিফট চলাকালে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানার বাড়ি রাজশাহীর বাগমারায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, সমাজবিজ্ঞান অনুষদে ও আইন অনুষদভুক্ত 'বি' ইউনিটে ৪র্থ শিফটে স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর রুমে  মো. নাজমুল হক নামের এক ভর্তিচ্ছুকের হয়ে প্রক্সি দিতে আসেন সোহেল রানা। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে পরীক্ষার্থীর পিতার,নাম জন্মতারিখ জানতে চান করেন তিনি। এসময় রেজিষ্ট্রেশন কার্ডের সাথে পরিচয়ের গড়মিল পাওয়া দায়িত্বরত শিক্ষক ঐ ব্যাক্তিকে প্রক্টর অফিসে পাঠান।

প্রক্টরিয়াল বডির প্রথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার তথ্য স্বীকার করেন সোহেল।

আটক সোহেল রানা জানিয়েছেন, ইমন নামের এক বড় ভাইয়ের পরীক্ষার্থী নাজমুল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষায় অংশ নেওয়ার চুক্তি হয়।  

এর আগে রোববার (১৮ জুন) ওই শিক্ষার্থীর হয়ে 'সি' ইউনিটে পরীক্ষা দিয়েছেন বলে জানান তিনি।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বাংলানিউজকে বলেন, ‘বি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।  
পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি এখন আমাদের জিম্মায় আছেন, ভ্রাম্যমাণ আদালতে তার শাস্তির ব্যবস্থা করা হবে।  

এর আগে 'সি' ইউনিটে দেওয়া পরীক্ষার ওএমআর শিট বাতিল করা হবে। এছাড়াও জড়িত সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।