ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৮ দফা দাবিতে চলছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
৮ দফা দাবিতে চলছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জাতীয়করণসহ ৮ দফা দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা।

বুধবার (২৪ মে) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে তাদের অবস্থান ধর্মঘট পালন করতে দেখা যায়।

এর আগে গত রোববার (২১ মে) থেকে তারা এ ধর্মঘট শুরু করেন।

তাদের দাবিগুলো হলো-: প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা। রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর ভৌত অবকাঠামো নিশ্চিত করা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা। শিক্ষা নীতিমালা- ২০১৮ এর জনবল কাঠামো সংশোধন করা।

অবস্থান ধর্মঘট করা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা ভাতা দেওয়া। পরে ধাপে ধাপে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো। সর্বশেষ ২০১৩ সালে ২৬ হাজার ১৯৬টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করাতো দূরের কথা এমপিওভুক্তিও করা হয়নি। তাই আমরা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছি।

আলহাজ্ব কাজী ফয়েজুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে রয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী, সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।