ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি: ময়মনসিংহ বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ৯৭৮ পরীক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসএসসি: ময়মনসিংহ বোর্ডে প্রথম দিন অনুপস্থিত ৯৭৮ পরীক্ষার্থী

ময়মনসিংহ: কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এদিন অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৭৮ জন।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সামছুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর মধ্যে ময়মনসিংহে ৪৬৬, জামালপুরে ২৩৬, নেত্রকোনায় ১৮৭ ও শেরপুর জেলায় ৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।  

বিজ্ঞপ্তিতে আরও জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৩০০ জন। এর মধ্যে প্রথম দিন ৯৭৮ জন অনুপস্থিত থাকায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১২ হাজার ৩৩২ জন। তবে প্রথম দিন ১৫০টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সামছুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।