ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে রোবোসাস্টের সভাপতি আফিফ, সম্পাদক প্রমিত

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
শাবিপ্রবিতে রোবোসাস্টের সভাপতি আফিফ, সম্পাদক প্রমিত

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রোবোটিক্স বিষয়ক সংগঠন ‘রোবোসাস্ট’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফিফ হাসান চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগের একই বর্ষের শিক্ষার্থী প্রমিত দে মনোনীত হয়েছেন।

রোববার (২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সাদিয়া নওরীন।

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন- ডিরেক্টর অব রোবটিক্স মির্জা নিহাল বেগ, ডেপুটি ডিরেক্টর অব রোবটিক্স রাজিন কবির, সহ-সভাপতি সাফাউল আলম সাদ, জুবায়ের আহমেদ আদিত্য, সহ-সাধারণ সম্পাদক নাইনাইড রাখাইন, যুগ্ম সম্পাদক মোয়াজ মুহাম্মদ আব্দুল করিম, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সহকারী কোষাধ্যক্ষ কারিমা হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রমজান হোসেন ফয়েজ।

এছাড়াও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে ইরফান নাফিজ, আল-মুবিন নাবিল, অপারেশন্স সম্পাদক মো. পুলক ভুইয়া, সেক্রেটারি অব প্রজেক্টস এন্ড প্ল্যানিং অর্ণব পাল, সেক্রেটারি অব স্ট্র্যাটেজি অ্যান্ড স্পনসরশিপ মাহবুব আহমেদ চৌধুরী, হেড অব কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি ফারহান লাবিব, সেক্রেটারি অব স্কুল প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্কশপ সুরাইয়া তাসনুর তানহা, আইটি সম্পাদক হিসেবে আহমেদ সাকিবুল ইসলাম মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।