ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চার দফা দাবিতে জাবি কর্মকর্তাদের কর্মবিরতি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
চার দফা দাবিতে জাবি কর্মকর্তাদের কর্মবিরতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পুরাতন পদোন্নতি নীতিমালা বহালসহ চার দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

রোববার (২ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সমনে এ কর্মসূচি শুরু করেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলমান আছে।

কর্মকর্তাদের দাবিগুলো হচ্ছে- গত ৯ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত অফিসার নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল ও পুরাতন নীতিমালা বহাল, অফিসার নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটি পুনর্গঠন করা, ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম কামরুজ্জামানকে রেজিস্ট্রার অফিস থেকে অন্যত্র বদলি করা, সব অফিসে ভারপ্রাপ্ত অফিস প্রধানদের স্থায়ী করতে হবে ও সকল অফিসে ‘অফিস প্রধান’ হিসেবে অফিসারদের পদায়ন করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  নুরুল আলম বলেন, ‘তারা আমাকে একটি চিঠি দিয়েছিলো। আমি তাদের দাবিগুলো সম্পর্কে অবগত আছি। দাবিগুলো বাস্তবায়নে আমি তাদের কাছে সময় চেয়েছি। ’

এর আগে গত মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ আজীম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রবিউল্লাহ্ সাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো এক চিঠিতে চার দফা দাবি জানানো হয়। চিঠিতে ৩০ মার্চের মধ্যে দাবি আদায় না হলে ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।