ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি আক্তারুল ইসলাম

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
ইবির ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি আক্তারুল ইসলাম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাইন আর্টস বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) ইংরেজি বিভাগের সেমিনার লাইব্রেরিতে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

ফাইন আর্টস বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, ইবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, প্রভাষক রাইহান উদ্দিন ফকির, সহকারী প্রক্টর অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. শিরিনা বিথীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

দায়িত্বগ্রহণকালে নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস বিভাগটি ইতোমধ্যে অনেক সুনাম অর্জন কুড়িয়েছে। এই বিভাগটিকে সব ক্ষেত্রে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী এবং আগের সভাপতিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

এছাড়া অনুষ্ঠানে ফাইন আর্টস বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানকে বিদায়ী সংবর্ধনা এবং শিক্ষার্থীদের হাতে আঁকা চিত্রকর্ম দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।