ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ, মেয়েরাই এগিয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ, মেয়েরাই এগিয়ে

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

 

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী।  

অর্থাৎ সারাদেশের মধ্যে ভালো ফল করলেও গত বছরের তুলনায় রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। সেই সঙ্গে এবারও এ বোর্ডে ছেলেদের তুননায় মেয়েরা ভালো ফলাফল করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ৮ জেলায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৭০০ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৬ হাজার ৯৪৩ জন এবং মেয়ে ৫৯ হাজার ৭৫৭ জন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এসএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।