ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন

খুলনা: আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২৩ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহানগরীর সোনাডাঙ্গাস্থ আইইবি ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জল হালদার।

তিনি বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। তারা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সুনাম বয়ে আনতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীদের আরও সজাগ হতে হবে। আধুনিক দেশ গঠনে তোমরাই আগামীর হাতিয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. বজলার রহমান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডিন তাজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডিন ড. মো. রউফ বিশ্বাস।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইনজামাম উল হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী প্রক্টর, শিক্ষক-কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর মো. আসাদুজ্জামান। পরে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।