ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মতলবে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
মতলবে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।  

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

 

তিনি বলেন, গত চার বছরে মতলবের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যত উন্নয়ন হয়েছে, তা বিরল। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ভবন হয়েছে। ননএমপিও স্কুল এমপিও হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব হয়েছে। বছরের প্রথম দিনে বই পাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া লেখাপড়া করার পাশাপাশি খেলাধুলা করার লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী দিয়েছেন সরকার।  

নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাল উদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সম্পাদক জিএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী ও পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার প্রমুখ।  

পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।