ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অভয়নগরে পায়রাহাট কলেজের পুনর্মিলনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
অভয়নগরে পায়রাহাট কলেজের পুনর্মিলনী

ঢাকা: উৎসবমুখর পরিবেশ ও আনন্দ উল্লাসে অভয়নগরের পায়রাহাট ইউনাইটেড কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে পায়রাবাজারে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পায়রাবাজার ঘুরে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।  

কলেজের সভাপতি জাকরি হোসেন তরফদারের সভাপতিত্বে কলেজ চত্বরে আলোচনা সভায় বক্তব্য দেন জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাসানুজ্জামান রিপন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল, কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, সাবকে ইউপি চেয়ারম্যান ফিরোজ মহলদারসহ অনেকে।  

এসময় কলেজের শিক্ষার্থী ও খুলনার ব্যান্ড দল সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২ 
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।