ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিএম কলেজ ইংরেজি বিভাগের শতবর্ষপূর্তি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
বিএম কলেজ ইংরেজি বিভাগের শতবর্ষপূর্তি উৎসব

বরিশাল: ১০০ বছর পূর্তি উপলক্ষে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের ইংরেজি বিভাগে শর্তবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণা, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন করে বিভাগটি।

রোববার (২৫ ডিসেম্বর) শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি ব্রজমোহন কলেজ ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. বাহউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।