ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বৃত্তি পেলেন ঢাবির ৬ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
বৃত্তি পেলেন ঢাবির ৬ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের ৬ শিক্ষার্থীকে ‍‘মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি’ দেওয়া হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) উপাচার্য দফতরে আয়োজিত অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।

 

এর আগে, মিতসুবিশি কর্পোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিংগো লি ৭ লাখ ৪৫ হাজার ৮শ টাকার একটি চেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ১ লাখ ২৪ হাজার ৩শ টাকা দেওয়া হয়েছে।  

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুন, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং মিতসুবিশি কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক মি. কিসকে ইয়ামাদা উপস্থিত ছিলেন।  

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান রয়েছে। এই বৃত্তিপ্রদান কার্যক্রম ও বাংলাদেশে চলমান বিভিন্ন মেগা প্রজেক্টে মিতসুবিশি কর্পোরেশনের অব্যাহত সহযোগিতার মাধ্যমে দুই দেশের শিক্ষা ও সংস্কৃতিসহ কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।