ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থী চূড়ান্ত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থী চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামীপন্থি নীল দলের প্যানেল চূড়ান্ত করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) নীল দলের অভ্যন্তরীণ বৈঠকে এ প্যানেল চূড়ান্ত করা হয়।

 

দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আবদুর রহিম বাংলানিউজকে এ তথ্য জানান।

এতে সভাপতি বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সহ-সভাপতি পদে অধ্যাপক লাফিফা জামাল, সাধারণ সম্পাদক পদে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক একেএম খাদেমুল হক এবং কোষাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমানের নাম চূড়ান্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।