ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তির লটারি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ভর্তির লটারি অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ২০২৩ শিক্ষাবর্ষের ভর্তির লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণীতে ৬৫৭ শূন্য আসনে ভর্তিচ্ছুদের নির্বাচিত করা হয়।



বুধবার (১৪ ডিসেম্বর) ওই কলেজ অডিটোরিয়ামে এ ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।  

লটারি কার্যক্রমে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন কলেজের অভিভাবক প্রতিনিধি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি অধ্যাপক মো. বেলাল হোসাইন, পরিচালক, মাধ্যমিক উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি মো. মিজানুর রহমান, উপসচিব, বেসরকারি মাধ্যমিক-৩, কলেজের শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নূরুন্নবী ও রাশেদ আল মাহমুদ এবং মোহাম্মদপুর থানা শিক্ষা কর্মকর্তা মো. রাজু আহমেদ।

এছাড়া ভর্তিচ্ছুদের অভিভাবকরা এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ কার্যক্রম ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।