ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বছরে ৬০০ টাকার স্বাস্থ্যবিমায় মিলবে লাখ টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
বছরে ৬০০ টাকার স্বাস্থ্যবিমায় মিলবে লাখ টাকা  প্রতীকী ছবি

ঢাকা: বছরে ৬০০ টাকার প্রিমিয়াম জমা দিয়ে ১ লাখ টাকার স্বাস্থ্যবিমার কভারেজ পাবেন শারীরিক ও মানসিক চাহিদাসম্পন্ন ব্যক্তিরা। প্রাথমিকভাবে দেশের ৩ থেকে ২৫ বছর বয়সী নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তি এ বিমা পলিসি গ্রহণ করতে পারবেন।

‘সবার জন্য বিমা’ নীতিকে সামনে রেখে রাষ্ট্রমালিকানাধীন সাধারণ বিমা করপোরেশন সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ‘প্রতিবন্ধীদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ নামের নতুন এই পলিসি চালুর উদ্যোগ নিয়েছে। এতে তাদের উপযুক্ত চিকিৎসার পাশাপাশি সামাজিকভাবেও তাদের ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত হবে।

নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা টাস্ট আইন, ২০১৩-এর বিধান অনুযায়ী অটিজম, ডাউন সিনড্রোম, বুদ্ধি প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসি এই ৪ ধরনের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের সাশ্রয়ী প্রিমিয়ামে স্বাস্থ্যবিমা সেবা প্রদানই এ বিমার মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে বিমাগ্রহীতার পূর্ব শারীরিক অবস্থার জন্য বিমা পলিসি গ্রহণে কোনো সমস্যা নেই।  

বিমাঝুঁকি গ্রহণের আগে কোনো ডাক্তারি পরীক্ষার প্রয়োজন নেই এবং যেকোনো সরকারি হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসার ব্যয় পুনর্ভরণ করার ব্যবস্থা আছে। এছাড়া নির্ধারিত সীমার মধ্যে হাসপাতালে ভর্তির পূর্ব ও পরবর্তী ব্যয় পুনর্ভরণ করা যাবে।

চলতি বছরের ১ মার্চ জাতীয় বিমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বঙ্গবন্ধু সুরক্ষা বিমা’ পলিসির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।