ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কালীগঞ্জে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
কালীগঞ্জে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা  কিং ব্র্যান্ডের সবচেয়ে বেশি সিমেন্ট বিক্রি করে মোটরসাইকেল জিতেছে হাসান এন্টারপ্রাইজ, ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জের ঐতিহ্যবাহী ব্যাবসা প্রতিষ্ঠান হাজি রফি অ্যান্ড সন্স এর সত্ত্বাধিকারী রাশেদুল হাসান রুলুর প্রতিষ্ঠানে উপজেলার ৩১ জন রিটেইলার তাদের বাৎসরিক হিসাব সম্পন্ন করেন।

 

বাৎসরিক বিক্রি সবচেয়ে বেশি হওয়ায় রিটেইলারদের মধ্যে কালীগঞ্জের হাসান এন্টারপ্রাইজের মালিককে এফজেড ভার্সন-২ এর একটি মোটরসাইকেল পুরস্কার দেওয়া হয়। এছাড়াও কালীগঞ্জের আরিফ এন্টারপ্রাইজ দ্বিতীয় পুরস্কার সোনার নেকলেস পায়। সেই সঙ্গে বাকি ২৯ জন রিটেইলার (খুচরা বিক্রেতা) আকর্ষণীয় পুরস্কার জিতে নেন।  

কালীগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কালীগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।  

এসময় কিং ব্র্যান্ড সিমেন্টের খুলনা বিভাগীয় ডেপুটি ম্যানেজার কাওসার হোসেন, এরিয়া সেলস ম্যানেজার শামিম রেজা ও হাজি রফি অ্যান্ড সন্স এর মালিক রাশেদুল হাসান রুলুসহ কালীগঞ্জের সুধিজনেরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।