ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসইসি’র কমিশন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
বিএসইসি’র কমিশন সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮১১ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) কমিশনের সভা কক্ষে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৩১০.৭৫ কোটি টাকার শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়। যার মধ্যে ২৩৫.৭৫ কোটি টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে ৫ বছর।  

এছাড়া ১২ বছরে ৭৫ কোটি টাকা স্পন্সর শেয়ারহোল্ডারদের নিকট ইস্যু, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড হার ৬.২৫%-৭.৭৫% নির্ধারণ, স্পন্সর শেয়ারহোল্ডারদের নিকট ইস্যু করা অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ড হার শূন্য শতাংশা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।